প্রযত্নে ঠিকানা একই,উড়ো চিঠি নিয়ে আসে মাঘের বাতাস।জানলার কাঁচ সরিয়ে আমি তার বিবৃতি পড়ি।সেখানে তোমার নিঃশ্বাস পাই কমা হিসেবে,বাক্য শেষে দাও নিষেধের অমোঘ দাড়ি।মাঝে মাঝে স্পেস দাও। সেখানে আলতু করে বসাও একেকটা সুগন্ধী দীর্ঘশ্বাস....।

জানান দাও দূরে আছো,কত দূরে?মহাবিশ্বে পৃথিবী বিন্দুসম,তুমি আমি একবিন্দুতে আছি মিশে।



কাব্যগ্রন্থঃপ্রিয়তে আমি অভ্যস্ত নই
(রচনা--২০১৭)