সমুদ্রের পাশে পাথরে বসে তুমি গাইছিলে
তোমার গান শুনে পাথরও সমুদ্র হয়ে উঠছিল
পেছনে জলরাশি ছুটে আসছিল প্রাগৈতিহাসিক স্মৃতি নিয়ে
ভাগ্যিস তারা স্পর্শ করতে পেরেছিল শান্তসৌম পা।

হতে পারতে তুমি জুম চাষের বুনো গন্ধ
ঝিরি নদীতে অন্ধকারে মাছ ধরার আনন্দ.....

যেহেতু এ সীমিত জীবনে তা আর সম্ভব নয়---
নিজেকে মৃত ভেবে দেখেছি নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাও কখনও কত তীব্র মনে হয়।

একবার সমুদ্রকে দেখছিলাম আরেকবার তোমাকে
নারীতে নদী আছে জানি,কজন পুষেছে শান্ত চোখে তোমার অথৈ তরঙ্গ?



(প্রকাশ--কাব্যগ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)