এই শহরে রিবন বাঁধা কোন মেয়ে নেই বলে
মন ভুলে তাকানো ভুলে আছি বহুদিন
মেরুন টিপে কে তুমি পথ ভাঙো নারী?
কাঁধের প্রান্ত ঘেঁষে নেমেছে যে মৌন প্রপাত
স্মৃতির ইসকুল থেকে শুনেছি তার অবিরাম ধ্বনি
চোখ-চোখ ভাষা নিয়ে দৃষ্টিতে যে অপূর্ব ভাঁঙন
ঠোঁট-গন্ধা রাতে উৎসর্গ হব নিভৃতে তাতে।