আশ্চর্য সান্ত্বনা দিতে পারো নিজেকে।যে কিশোর দরজায় ঠুকে ঠুকে খুইয়ে ফেলেছে সব কটি আঙুল--একদিন তাকে নির্দ্বিধায় বলতে পারো--আমাকে ডাকোনি,যদিও ডেকেছিলে তখন ছিলনা আহব্বান শুনার মত অভিজ্ঞ জ্ঞান।অথচ তোমার অভিজ্ঞতাও দেবে না তাকে ছিটেফোঁটা প্রেম।
সকল বিষয়ে নিজেকে দায়হীন প্রমাণের এই প্রতিভা একদিন মহিয়সী করবে তোমাকে।তীব্র আকুতি দু'পায়ে মাড়িয়ে এসে 'কেউ ভালোবাসেনি' বলে নিজেকে তিরস্কারের ভাষা একদিন তোমাকে করবে সুলতানা রাজিয়া।
রন্ধনরত সূর্য জানে না,অন্ধকারে কতটা নির্বাসিত হতে পারে অন্ধকারের ছায়া,একসাথে এফোড় ওফোড় করতে পারে কাঁথা সেলাইয়ের কতটা সূঁচ।
সবচেয়ে বেশি চেয়ে লবণের স্বাদের মতোও না পেয়ে,কী করে নিজেকে দেব সান্ত্বনা সে নির্বাণ আমাকে শেখাবে?