দিনগুলো সমর্পিত বিক্ষুব্ধ মোহে
রাতগুলো সমর্পিত দীর্ঘশ্বাসে
নিরন্তর শূণ্যকে ঘিরে আবর্তন
পরিধির পাশে পড়ে থাকে একা
ভাগশেষহীন কিছু নিস্ফল বিয়োজন।
কস্তুরী গন্ধে ডুবা তেতাল প্রাচীর
নষ্ট নারীর মত সাজে খন্ড উচ্ছ্বাসে
হারিকেন চোখে ফিরে জন্মান্ধ প্রহর
বিত্তের টোটেমে তার আচ্ছন্ন পা
গলিঘরে বেঘোরে ঘুমায় উদাম নগর।