তোমাকে যে পেয়েছে সে অক্ষয় হোক
তার পায়ে পায়ে নক্ষত্র ঝরুক
তার স্বপ্ন সত্য হোক।
তোমাকে যে পেয়েছে সে সার্থক হোক
তার দৃষ্টি শাণিত হোক
তার কীর্তি অমর হোক।
তার প্রাণ পূর্ণ হক
তার শির উন্নত হোক
তার দুঃখ বিলীন হোক।
তোমাকে যে পেয়েছে
সে কি তোমাকে কোনদিন চেয়েছিল?
তোমাকে যে পেয়েছে
সে কি তোমাকে পাওয়ার জন্য কোনদিন কেঁদেছিল?