এই যে আমি হাটছি,কথা বলছি
তার মানে এই নয় আজও বেঁচে আছি
আমিতো সেই কবেই পঁচে গলে নিঃশ্বেষ হয়েছি
যেদিন তুমি আমায় অস্বীকার করেছো।
এই যে তুমি পড়তে দেখো,গাইতে দেখো
মানুষ মানুষ খেলা দেখো
এর কিছুতেই নেই আমার আমি
আমিতো সেই কবেই ছাই হয়েছি
যেদিন তুমি অন্য মানুষ হয়ে গেছো।
শুধু বেঁচে থাকাই জীবন নয়তো
এই কথাটি আজও কি বুঝতে পারো?