মানুষ কদিন আর বাঁচে?
ভয় হয়,যদি ভালবাসার তৃষ্ণা ফুরাবার আগেই
আমার মৃত্যু হয়।
ক'দিন এই জীবন প্রিয়
পৃথিবীর ঘূর্ণনে ক্ষয় হয় হৃদয়ের আয়ু
কি নির্মম পরিণতি এ বোধের
পরস্পরকে চেয়েও আমাদের তবু চলে যেতে হয়।
তোমাকে পাব না কেন চিরকাল ধরে
যে হাতে ছুঁয়েছি তোমায়
সে হাত মিশবে কেন মাটিতে আবার
এত প্রেম বুকে ধরেও কেন তবু ঝরে যাই
সব কিছু নাড়ীর ভেতর অনুভব করেও
একদিন আমরা তবু নিঃশ্বেষ হই !