প্রতিটি মানুষেরই বদলানোর অধিকার আছে
প্রতিটি মানুষই বিশ্বাস ভেঙে হাঁফ
ছেড়ে বাঁচতে চায়
তবে আমি কেন তোমার
চলে যাওয়া দেখে
দুঃখ পাই বোধের সীমানায়।
কেন আমি বিপর্যস্ত হই,
পুরনো প্রাচীরের মত ধ্বসে যাই।

কেউ কেউ ঠিকানা বদলে পায় সুখ
কারও কারও মন মেঘের পাথর
কিছু প্রেম আঁতুড় ঘরেই গড়ে সাধের
শ্মশান।

তবু আমি কেন তোমাকে চাই চিরতরে
কেন করি শিশুর মত আর্তচিৎকার
কেন ভুল করে ফুল চাই ফণী মনসার
বনে।

ফেরেনা নদী ও পাখি
ফেরেনা প্রিয় মুখ,হারানো শালিক
ফেরেনা জীবন মৃত্যুর ওপার
থেকে আর।

খোলস পাল্টানো সাপের স্বভাব জানি
ক্ষতি কি মানুষেরও মাঝে মাঝে
যদি সাপ হতে সাধ হয়।