আমার ভালবাসাকে ভাব যদি তুমি দুর্বলতা
তবে বন্ধু আমি ঝড়ের চিৎকার হব
তোমাকে করব ঘূর্ণি বায়ে ভীত।
জানো না কি ভালবেসে প্রেমিকও হতে পারে খুনী
প্রেমের পাশেই জ্বলে হিংসার অঙ্গার।
ফুল নিয়ে এসেছিলাম দিতে উপহার
মন দিয়ে চেয়েছিলাম মনের অধিকার
বন্ধু,ভালবাসি বলেই অসহায় নই জেনো
তোমাকে ছাড়াই বেঁচে দেখাতে পারি একজীবন।
যে আলো দেয় সেও করতে পারে অন্ধকার
যে প্রেম চায় না পেয়ে সেও
ছিনিয়ে নিতে পারে শরীর।
কি চাও হে শঙ্খিনী?
প্রেমিক?
না হন্তারক?