আজকের আঁধারে যা সত্য ভীষণ
কালকের ভোরে হয়তো তা মিথ্যে হবে
আলো আর আঁধারে এক সত্য নেই জেনো
তবু আজ আঁধারে তুমি আমার।
আজকের এই অন্ধকার আমাদের নির্জন ভাষা
আজকের আমি তোমার অব্যর্থ প্রেমিক
আমাদের ভালবাসা যেন বিম্বিত আয়না।
তোমার কর্ণ কুহরে যে কান কথা ঢেলেছি গোপনে
আমার বুকে পড়েছে যে তোমার নিষিদ্ধ শ্বাস
কোনদিন তা জানি পাবে না ঠিকানা
তবু আজ রাত আমাদের মিলনের চিহ্ন বয়ে
তরঙ্গায়িত করবে অজস্র প্রভাত।
ফোটা বিন্দু কেন্দ্রে বৃত্ত করে ধারন
অইটুকু চাঁদে আকাশ পেয়েছে পূর্ণতা
আমাদের ক্ষণিকের গানে সুর পাক চির কৃষ্ণ রাধা।
আজকের কোয়াশা জুড়াবে কালকের উত্তাপ
লুকনো রক্তের মত ছড়াবে দীপ্তি
আজকের বোধে উল্লাস পাবে আগামীর উদ্বোধন।