পিঠের উপর বই এর বোঝা
দাঁড়ানো কি এতই সোজা?
তাইতো মাথা ঝুকে পড়ে ভারে
এত বিদ্যে বইতে পারি নারে।
মা বলেছে ফার্স্ট হতে
একশো পেতে একশোতে
বাবা বলেন ডাক্তার হবি
পত্রিকাতে বেরুবে ছবি
নইলে মোরা খাটি এত কেন?
তোরা বাপু মানুষ হস যেন।
টিউটর আসেন প্রতি বিকেল বেলা
চাচ্চু বলেন কাজ কি করে খেলা
অমন খেলায় সময় দিলে মিছে
ব্যর্থতা তোর ছাড়বে না আর পিছে।
দাদুর কাছে শুনেছি যে
তোমরা ছিলে পাখির খুঁজে
রঙিন সুতোয় উড়াতে নীল ঘুরি
ঝড়ের দিনে আম কুড়াকুড়ি।
কেন তবে আমায় এমন বাধো
একলা ঘরে বিশ্বটাকে সাধো,
নেব আমি ফুলের মিষ্টি ঘ্রাণ
লজ্জ্বাবতীর মত করবো মান।
প্রজাপতির হব আমি প্রজা
রঙের মেলায় করব দারুণ মজা
পড়ব যখন সময় হবে পড়ার
কাজ কি শুধু,শুধুই শাসন করার
দাওনা ছেড়ে বিপুল পৃথিবীতে
সবুজ মাঠে,মেঘের বিপরীতে
তোমরা কিগো হওনি বলো মানুষ
করছো কেন আমায় তবে
এমন তরো ফানুষ।