ছেলেবেলায় আমার বাঘ দেখার নেশা ছিল
এখন আমি নারী দেখি
চঞ্চল,ধীর,শান্ত নারী দেখি;
আর অবাক হয়ে ভাবি
পুরুষ শিকারী কেন গোঁফহীন নারী।
ছেলেবেলায় আমি বাঘের ছবি আঁকতাম
এখন কেবল নারী আঁকি
নাদুস-নুদুস,চিকন চাকন নারী আঁকি;
আর ভীষণ কৌতূহলে
নারীর শরীরে খুঁজি ডোরাকাটা দাগ।
আগে আমি বাঘের খামার দিতে চেয়েছিলাম
এখন ভাবি সংসারী হব,
তখন আমার মনে স্বপ্ন ছিল
এখন আমি চোখে সরষে দেখি।
ছেলেবেলায় আমার কোন বাঘ ছিল না
এখন আমার নারী আছে,
তখন বাঘ দেখলে আমি ভয় পেতাম না
এখন নারী দেখলেই দৌড়ে পালাই।
(কবিতাটি নারীকে কঠিন প্রমাণের জন্য নয়।শুধু আনন্দ করার জন্যই এ কবিতা।যে কোন নারী চাইলেই এর আনন্দময় প্রতিবাদ করতে পারেন)