আমাকে বাঁচতে হবে
নিজের উত্তাপে নিজেকেই
কেউ আমার কাছে দেবেনা বাড়িয়ে হাত
কেউ বলবেনা এসে-এই নাও বেলী ফুল,
সুগন্ধে ভরে রাখো বুক।
কেউ আমার রক্ত পায়ে ছুবেনা মানবিক স্পর্শ কোন
কেউ বলবেনা-কাঁধে ভর দিয়ে বাকি পথটুকু চলো
এই স্তব্ধ রাতে কেউ আনবে না আলোক বাতি।
কেউ দেবে না আমার মুখে এক ফোটা অমৃত
কেউ বলবে না -"সুস্বাগতম"
মমতার বাহু বাড়িয়ে কেউ জড়াবেনা বাহু পাশে
কেউ জানতে চাইবে না আমারও আছে কিনা অভিমান।
আমাকে ছাড়াই এ পৃথিবী চলবে দারুণ
আমার পৌরষ ছাড়াই তুমি হবে গর্ভধারিণী,
কোন ক্ষতি নেই,কোন প্রশ্ন নেই
কারও কোন দীর্ঘশ্বাস নেই
আজন্ম করি যদি আর্তনাদ।
আমার শোকের নেই প্রতিধ্বনি
বেদনার নেই মৃত্যু নূপুর
ক্ষরণের নেই অবসর।
আমি একা
প্রচন্ড আমি একা
তুমিহীন,ঈশ্বরহীন একা।
তবু আমাকে বাঁচতেই হবে।