তোমাকে পাবার নেই কোন পথ
তোমাকে ছুবার নেই কোন হাত
তবু আজও এ মনে তুমি আছো।
তোমাকে হয়তো পাবে মৃত্যু আমার
তোমাকে হয়তো রাঙাবে রক্ত বুকের
জীবনে তুমি হবে স্বপ্নে শুধু।
তোমাকে পাবে ভোরের দোয়েল
তোমাকে নেবে শুষে হেমন্তের রোদ
সে সবের মাঝে আমি তোমাকে ছুব।
তোমাকে দেখার নেই কোন চোখ
তোমাকে আলিঙ্গনের নেই কোন বাহু
তবু আজও বারে বার তোমাকেই চাই।
প্রার্থনায় পাওয়া যায় ঈশ্বরও
তোমাকে পাবার নেই কোন ধ্যান
তোমাকে খুঁজার নেই কোন আলো।
তোমাকে পাওয়া এত অসম্ভব কেন?
কেন তোমাকে না পাওয়া এতটাই চিরন্তন !