আমাদের হৃদয় আমাদের পক্ষে
আমাদের প্রেম আমাদের পক্ষে
আমার নিঃশ্বাস তোমার নিঃশাসের পক্ষে
তোমার চিবুক আমার স্পর্শের পক্ষে
শুধু সূর্য আর পৃথিবীর আবর্তন আমাদের বিপক্ষে।
আমাদের ভালবাসা মিথ্যে নয়
আমাদের কাছে আসা ব্যর্থ নয়
আমাদের চোখে চাওয়া অনর্থ নয়
তবু ভাগ্যের লেখা মুখ বুজে সয়ে যেতে হয়।
চলো ক্লান্তি হই
মেঘে মেঘে শ্রান্তি হই
না পাওয়ার কূলে কূলে পাওয়া হই
চলো আজ মন জুড়ে কথা কই।