যদি আমি তোমাকে না পাই
তোমার কি এমন আসে যায়
যদি আমি ব্যর্থ হই ভালবেসে
তোমার কি এমন ক্ষতি তাতে।
যদি আমার দুখের রজনী দীর্ঘ থেকে দীর্ঘ হয়
যদি আমার স্বপ্নের প্রাসাদ নাড়া দেয় ভূ কম্পনে
যদি আমি মুখ থুবড়ে পড়ি চৌরাস্তার মোড়ে
তোমার চায়ের চুমুকে তা কি এমন ব্যাঘাত ঘটায়।
আমিতো প্রেমের বিনিময়ে কিনেছি দীর্ঘশ্বাস
এক জীবনের সাধ বিলিয়ে এসেছি আঁধারের হাটে
নিজেকে নিজেই করেছি খুন
তোমার অপ্রেমের হীরক ছুরায়
দাস হয়ে করেছি রাজ অপরাধ।
যদি আমি একাকী শীতল হই হিম শীতে
যদি আমি নষ্ট হয়ে যাই
যদি আমার রক্তে মেশে গোপন সায়ানাইড
কোথায় কি এমন বিপর্যস্ত হয় তোমার জীবন।