তোমার একটি আঙুল ছোঁবার জন্য
আমি জীবন দিতে পারি
যাকে দিয়েছ পুরোটা শরীর
জিজ্ঞেস করো তাকে সে তোমার হৃদয় চেয়েছে কিনা।

তোমার স্পর্শে আমি হব বিদ্যুৎ ঝড়
তোমার চুম্বনে হব পবিত্র অনল
তোমার আলিঙ্গনে করব আমি ঈশ্বর অনুভব।

তোমাকে পাব এ আশ্বাসে
হেঁটে আসতে পারি কন্টক পথ
তুমি ভালবাসবে এই প্রার্থনায়
দিতে পারি শেষ অশ্রু জল।

তোমার জন্য সব পেয়েও পাব না আমি কিছু
তোমার জন্য ছাড়ব আমি স্বর্ণ প্রাসাদ
তোমার জন্য ব্যর্থ হবে শোকাতুর রাত।


তোমাকে পাব না জেনেও
পাওয়ার আশা মরেনা আমার জানিনা কোন বিশ্বাসে
করেছো যাকে জীবনের সাথী
জিজ্ঞেস করো তাকে
তুমি ঘৃণা করলেও সে ভালবাসবে কিনা
শুধু আঙুল ছুঁয়ে সে তোমার পাশে থাকবে কিনা।