এমন কবিত্ব আমি চাই না
যে কবিত্ব আমাকে করবে বেপরোয়া
যে কবিত্ব লাথি মারবে আমার জীবিকায়
আমাকে করবে দুর্বল,হাভাতে,ক্লিষ্টকায়।
আমি চাই আমার পরিবার পাক সুনির্ভর আশ্বাস
দু'মুঠো খেয়ে তারা বাঁচুক।
আমি চাই বাবার মুখের তৃপ্ত হাসি
মায়ের হাতে থাক স্বচ্ছল সংসারের চাবি।
আমি চাই একটি পথের শিশুকে খাওয়াতে দু'বেলা ডাল ভাত
ঠান্ডা শীতের রাতে হয়ে যেতে চাই তাদের পশমী কাপড়।
আমি চাই পরিশ্রমী পুরুষ হতে
আমি চাই চেপে যাওয়া ক্ষত হতে
আমি চাই দুর্ভিক্ষের বিপরীতে স্বান্ত্বনা হতে।
কবিকেও যখন হতে হয় অন্নের দাস
এর চেয়ে বেশি প্রত্যাশা করোনা তার কাছে
সে যে হবে তোমাদেরও তবে পাপ।
কবিতা আমার ধানক্ষেতের আঁল ধরে
ছোট্ট ঘাসফুল হয়ে থাক
আমি প্রান্তিক চাষী এক
যেন তা ছেয়ে না ফেলে সমগ্র মাঠ ঘাট।