মনে হয় তার সাথে আর হবে না দেখা
পথের ধারে ধারে নিজেকে দাড় করিয়ে রাখব
প্রহরীর মত,
তবু জানি তার সন্ধান পাব না।
কোথাও পাব না আমি তাকে
এই পৃথিবীর পূর্ণ আবর্তে
মানুষের সাথে কথোপকথনে,
ক্লান্ত শরীরে ঘরে ফিরে
দেখব না তার মুখ।
সে তবু আছে জানি,
খুব কাছে অথবা দূরে
বাতাসের বিছানায় গা হেলিয়ে
শুধু আমাদের পথনাট্য হয়ে গেছে শেষ
দিগন্তের পারাপারে
আমরা আর মিলব না অভিসারে।