তুমি আমার তবু আমার জন্যে নও
হৃদয় ছুঁয়েছি ভালবেসে দেহে অন্য কেউ।

পেয়েছি তোমার করুণ আঙুল
পাইনি বুকের কম্পন বিপুল।

পথিক হয়েছি ক্ষণিকের পথে
পারিনি চির জীবনের হতে।

নিয়েছি তোমার প্রাণের মুকুল
নিইনি খোপার সুগন্ধ বকুল ।

(লিরিক্স)