তোমার জন্য কিনেছি আজ তিনটি গোলাপ
হলনা আর দেখা প্রিয়া
তিনটি গোলাপ হৃদয় মাঝে করছে বিলাপ।
বলেছিলে কল কিংবা মেসেজ দেবে
এক রিকশায় জবুথবু জড়িয়ে নেবে
সেই আশা যে পায় হতাশার ভীরু উত্তাপ।
নীল ক্ষেতে আজ একা একাই কাটলো বিকেল
দীর্ঘশ্বাসের পথটি বেয়ে ব্যথা বিষে হই উদ্বেল
সন্ধ্যা হল ঠোঁটে না ছুয়েই চা কফি কাপ।
(গীতি কবিতা)