তোমাকে ভালবাসার মত হৃদয়
পেয়েছি আমি যেদিন
পাতার আড়ালে পাখির মত গোপনে
মর্মর বেজেছি সেদিন তোমারই প্রেমের গৌরবে।
তোমাকে ছোঁয়ার মত হাত আমারও আছে
তোমাকে দেখার মত চোখ পেয়েছি আমিও
এইসব অনুভবে আছি জীবন জুড়ে বিস্ময়ে।
তোমার কোন বিকেল আমারই জন্য
তোমার ঠোঁটে লিপস্টিক আমারই জন্য
তোমার মিথ্যে বলা শুধু আমারই জন্য
এই সব ভাল লাগায় থাকি মুগ্ধ হয়ে ডুবে।
তোমাকে দেবার মত প্রেম পেয়েছি যেদিন
মগ্ন আত্মায় অলৌকিকে
সেই দিন হয়েছি পরিশুদ্ধ মানবিক দহনে।