আমি ভাল থাকি
যখন ভাল নেই লিমনের পা
আমি ভাল থাকি
যখন পদ্মায় লালসা গিলে পিনাক ৬
আমি ভাল থাকি
যখন যুদ্ধাহত কাতর পৃথিবী।
আমি ভাল থাকি
তবু ভাল থাকি
যখন ভাল নেই আর কেউ
যখন আকাশে জ্বলে উল্কা
যখন গুম হয় মানবতা।
আমি ভাল থাকি
কেন ভাল থাকি
যখন ভাল নেই ভাল থাকা।