মানুষ দিব্যি বেঁচে থাকে
মৃত্যু আঘাত পেয়েও
ক্ষুধা পেটে,নুন ভাত খেয়েও।

মানুষ বেঁচে থাকে দিব্যি
ধ্বংসের মুখে
সুখে ও অসুখে।


বেঁচে থাকে দিব্যি মানুষ
দুর্যোগে,হিম শীতে
হতাশায়,মহামারিতে।

মানুষ দিব্যি থাকে বেঁচে
দুর্ভিক্ষে,অনাদরে
প্রলয় বাতাসে বৈশাখি ঝড়ে।

দিব্যি বেঁচে থাকে মানুষ
একদিন বাঁচবে বলে
আলোকের আশাতে আঁধার তলে।