অবশেষে কোন মানুষই তোমাকে পেল
আমি জেনে বিস্মিত হই
গর্বিত হই
তারও রক্ত আমারই রক্তের মত লাল
সেও আমারই মত ব্যথা পেলে কাঁদে।
তারও আছে আমারই মত চোখ,কান,নাক
হাত পা অবিকল
তারও আঙুলে বাড়ন্ত নখ
আমি ধন্য হই,ধন্য হই জেনে
অবশেষে আমারই মত কেউ
করেছে জয় তোমার হৃদয়।
চাঁদকে যেদিন ছুয়েছিল আর্মস্ট্রং
পুরো পৃথিবীতে লেগেছিল দোলা
হিমালয়ের চূড়া যেদিন করেছিল জয় এডমন্ড হিলারি
সেদিন মানুষেরই হয়েছিল বিজয়।
তোমাকে কোন মানুষই পেল
এই আনন্দে আমি কেঁদে ফেলি
তারপর নিজেকে মানুষ ভেবে করি অহংকার।