তুমিও ভালবাসো জানতাম
আমিও ভালবেসেছিলাম
পাবার ছিল না কোন সম্ভাবনা
তাই ভালবাসি বলা হল না।

চোখতো দেখে সবই
মনতো বুঝে সবই
সেই চোখ আর মনকে এক করা গেল না।

যা ভালবাসি কেন পাই না
পাইনা যাকে ভুলতে কেন পারিনা।

স্বপ্ন ছিল এতটাই
আশা ছিল এতটাই
সেই স্বপ্ন আর আশা ভাষা রূপ পেল না।

(গীতি কবিতা)