আমার কাছে দুঃখ আছে
নুন ঝাল টাটকা স্বাদে
মৃত্যু মুখী গুহার কাছে
কাঁদে তারা আর্তনাদে।
আমি এখন বিষাদ পাখি
কাতর মলিন ভাঙা ডানা
আগুনে তাই হৃদয় রাখি
ব্যথার কাজল চোখে টানা।
কেউ চেনেনি চেনার হাঁটে
সবাই দেখে পালক রঙিন
চলছি ধেয়ে কোন সে ঘাটে
রাতের শেষে ঝড়ো যে দিন।