তোমারি প্রেমে যে বাঁচি প্রিয়
জীবন বিষাদে তুমি অমিয়
প্রাণহীন জড়ে ঢেলেছ তোমার প্রাণ
এ আমি আমিতো নই,তোমার প্রেমের দান।
পুষ্পে প্রিয় যত রূপ রস
দেয় সবই তার বৃন্তের কষ
তুমি আমার জীবন বৃন্ত জীবন তরু মাঝে
তোমারই কাছে আশ্রয় তাই সন্ধ্যা অরুণ সাঝে।
কত না অনল নেভালেগো তুমি
অকপটে মোরে বক্ষে চুমি
মৃত্যু পিপাসা মিটালে আমার মৃত্যু হতে বাঁচিয়ে
তোমার এ ঋণ শোধ করি তাই জীবনে তোমারে জাগিয়ে।
তুমি যে আমার নিঃশ্বাসে তান
একলা প্রহরের গীত বিতান
প্রাণের অকূল তিয়াসা তুমি
জল বিনে যেমন রুক্ষ ভূমি
তাই শত বার ফিরি তোমারই শীতল মেঘে
প্রেম সুধা নেশায়,বিপুল তৃষ্ণা বেগে।
তুমি যে আমার দুখ ভুলানিয়া পাখি
দখিনা হাওয়ায় নিদ ঘুমে আখি
তোমাকে চেয়ে মিটেছে সাধ সকল কিছু চাওয়ার
তোমাকে পেয়ে পেয়েছি তাও যা ছিল না পাওয়ার।
(কাব্য গ্রন্থঃ কারাবন্দী আর্তনাদ)