যদি পারতাম
তোমাকে আমার জীবনের সাথে মেলাতে
খুব গোপনে বুকে চেপে ধরতে
যদি পারতাম।
যদি পারতাম
নিবিড় করে তোমার চুলে জড়াতে আমার আঙুল
তোমার চোখে হাজার বছর রাখতে আমার চোখ।
যদি পারতাম
রোজ সকালে বালিশ কাঁথায় তোমার বুকের ঘ্রাণ
তোমার সাথে খুন সুটিতে রাত।
যদি পারতাম
তোমাকে আমি শুধু আমার রাখতে
আঁধার আমার বদ্ধ ঘরে তোমার আলো জ্বালতে।
যদি পারতাম
ডাকতে তোমায় লক্ষ্ণী বধূ ওগো
কান কথাতে প্রেম যমুনা মাতাল করে তুলতে
যদি পারতাম.....!

যদি পারতাম
এই কবিতা সুখের কথায় গড়তে !


(গ্রন্থ:কারাবন্দী আর্তনাদ)