আমরা বালিশ লেপে কাথায় থাকি
সেই অর্থে  ভীষন লাকি
খাই তাজা তাজা মানুষের রক্ত
তারপর হই তার ভক্ত
আমরা নই ভীরু,নই কচি খোকা
আমারা ছার পোকা,লাল লাল ছার পোকা।

আমরা চম্পট কেউ লম্পট
করি লুকোচুরি ঝম্পট
উড়াই তুলা মন ভুলা
পিই চুমুকে কোকা কোলা
আমরা নই দুর্বল,নই খাওয়া ধোকা
আমরা ছার পোকা,লাল লাল ছার পোকা।

আমরা রাত ভর নিশাচর
কামড়াই কুট কর কর
পিঠ ঘাড় দেই ফুলিয়ে
তারপর নাঁচি পেট দুলিয়ে
আমরা নই মামুলি,নই মোটে বোকা
আমরা ছার পোকা,লাল লাল ছার পোকা।


(কাব্যগ্রন্থ:ছড়ার পিঠে ছড়া)