তোমার ভালবাসাতো আমাকে জাগালো
আমার ভালবাসা পারলনা তোমাকে জাগিয়ে রাখতে ?
কেন ?
ভালবেসে ঘুম চোখ প্রিয়
জেগে উঠ,বিছানা ছাড়ো
দেখ দাঁড়িয়ে আমি শিয়রে।
এসেছি তোমায় নিয়ে যেতে আজ
আমার রাজ্যপুরে
ঢাক ঢোল আর শানাই বাজিয়ে
তোমায় রাণী করে।
উঠোগো আমার লাজুক প্রিয়া
উঠো,উঠো এইবার
নয় প্রেমিক তোমার ফিরে যাবে একা
নিয়ে বুকে ব্যথা ভার।
তোমার ভালবাসাতো আমাকে জাগালো
আমার ভালবাসা পারলনা তোমাকে জাগিয়ে রাখতে ?
কেন ??
(কারাবন্দী আর্তনাদ)