আমি নন্দিত নই নিন্দিত প্রেমে
কলঙ্ক তিলকে আবেশিত হেমে
বাঁচি প্রেম কানুনে অনল শিখায়
মৃত্যু যেথা জীবন পানে ধায়
তুমি তুমি রবে যেথা আকাশ কাঁপে সদা
বিমূর্ত বিশ্বাসে প্রেয়সী প্রিয়ংবদা
সেথা হতে নামি আমি সুরভিত কন্টক
বিঁধি আপন শরীরে নির্মোহ ঘন্টক।
আমি বঞ্চিত নই লাঞ্ছিত শ্যাম
রাধা বিনে হই কুন্ঠিত চিত লেম
মজি প্রিয় নিত্য চিত্তে বুদ্ধ
সত্য সাধনে চির অনিরুদ্ধ
রোজ করি ঘন ঘন মন বারি বর্ষণ
দুর্গম মরু বুকে প্রেম ধামে কর্ষন
দেবলোকে সিঁধ কাটি,আমি যম সিঞ্চিক
রোদ তাপে জ্বলে ক্ষণ দিন হীন ভিন চিক।
আমি ছন্দিত নই মন্দিত মোহ
ছুটি দীপ্র সাহস রণ সাজ ব্যূহ
মরনের মুকুলে ধিন ধিন চলি
নাড়ি অন্দর বাহিরের অর্গলি
নীহারিকা শিহরিকা বহি আমি শন শন
তারি মাঝে মৃদু এঁদো ব্যাথা চুরি কন কন
তবু হায় আসি আমি ভুল পথে ভুলিতে
শূন্য ডালা হাতে বিষ কাঁটা তুলিতে
কখনও দুখ ভারে হই সুখ বিহ্বল
ছল ছল দৃষ্টিতে সৃষ্টিতে কল কল।
(কাব্যগ্রন্থ:কারাবন্দী আর্তনাদ)