খিল খিল হাসির মত বুকে খিল ধরা কান্না কেঁদেছো কি কোন দিন??
কখনও দেখেছ কি জ্যোছনার কফিন
বাঁশ ঝারে মরে থাকা জোনাক যোগল
রাতের গভীরে কখনও পেতেছ কি কান
শুনেছ কি নদীর গহীনে গোপন ছল ছল।
থেকেছ কি ভুখা প্রেমের চাতালে
নির্ঘুমে বুক ধড়ফড় ?
জানো কি ভালবাসা মাতৃহীন করে কারা
বালুচরে বালু ঘর ?
কখনও পেয়েছ কি খুব করে ব্যথা
ভিজিয়েছ বালিশ,লোনা জল ক্ষণ?
কখনও কি হয়েছে মনে তোমার
বেঁচে থাকাই চরম শাস্তি এখন ?
খিল খিল হাসির মত বুকে খিল ধরা কান্না
কেদেছো কি কোন দিন??
(কাব্য গ্রন্থ: কারাবন্দী আর্তনাদ)