তুমি অপরূপ হে মুহাম্মদ
তুমি খুশবু হে আহমদ ।

তোমার রূপের মহিমাতে
আকাশ বাতাস চন্দ্র মাতে
করি দিন রাতে তোমার সিফত।

না পেলে তোমার স্বর্ণ পরশ
হত পাপের ধোয়ায় দুনিয়া বিবস।


তোমার খুশবু ছড়িয়ে গেল
সকল পুষ্প গন্ধ পেল
দিই শূণ্য করে হৃদয় মসনদ।