কেন বেহেশতেরই লোভ দেখিয়ে কর আমায় বঞ্চিত
চাইনা আমি নাজ নেয়ামত
শরাব নহর মধু শরবত
তোমারে পাবার আশা করি সঞ্চিত।
তোমার মাঝে হারাতে চাই
নিজেকে যেন ভুলে যাই
চাইনা হতে আমি নন্দিত।
কেন খাঁচা দেখিয়ে দাওগো মনে ব্যথা
আমি আকাশ দেখেছি উড়ে যাব সেথা।
ভয় করিনা তোমারে আমি
ভালবাসি অন্তর্যামী
করলে কর মোরে দন্ডিত।
(কিছদিন আসরে আসা হয় নি।অনেক প্রিয় কবির পাতায়ও যাওয়া হয় নি।সময় নিয়ে যাব আশা করি।ভাল থাকুন, কবিতায় থাকুন)