আমার সব ইচ্ছে পূরণ হবে কেন
আমার দুর্ভাগ্যেরও তো কিছু ইচ্ছে আছে
আমার সব স্বপ্ন আলো পাবে কেন
আমার দুঃস্বপ্নেরও তো কিছু আঁধার আছে
কেন আমাকেই হতে হবে জয়ী
আমার পরাজয়েরও তো কিছু নিঃশ্বাস আছে।
যদি বা আমি সফলতা চাই
কেন পাব তা অনায়াসেই
আমার বিফলতারও তো কিছু প্রাণ আছে।
এই বেলা কেন পাব শীতল স্পর্শ কোন
কেন পাব জীবনের তীব্র তৃপ্ত স্বাদ
আমি যে অসুরের ঘরে জন্মেছি
আমার অসুরেরও তো কিছু প্রেমাস্পদ আছে।
তুমি যদি আকাশ চুম্বি হও তবে আমি কেন নই পরাভূত
যদি তোমার বাগানে ফুটে ফুল
ডালিয়ারা স্মিত মুখে হাসে
তবে আমিও হব কেন পুষ্প মালি
আমার বাগানে বিষ কাঁটারও তো কিছু চাষ আছে।
যেতেছ যে কেয়া বনে নব সাথী সাথে অভিসারে
হাসি কলকলে আঁচলে নাচাচ্ছ বায়ু
আমারও তাই বলে থাকবে না কেন চোখে জল
আমার চোখেরও তো কিছু নদী আছে।
তোমাদের প্রেমের নগরে আমি একা অপ্রেমী বলে
কেন তাকাও বাঁকা চাহনিতে অকপটে
তোমার ভালবাসা যেমন জ্বলছে দাপটে
আমার অপ্রেমেরও তো কিছু প্রেম আছে।
কেন আমি হব ফাগুনে আগুন পাখি
ডেকে ডেকে ভাঙাব কেন পাতাদের ঘুম
সবার কি ভাগ্যে আর বন্দনা জুটে
আমার রাতচরা পাখির‍ও তো কিছু ঝড় আছে।


(কাব্য গ্রন্থ:কারা বন্দী আর্তনাদ)