এ
তুমি
কখন
ভালবেসে
নিলে আমায়
তিলে তিলে ডেকে
ভুলিয়ে গেলে বাঁচা
দুলিয়ে দিলে মনন
সত্য মাঝে অণুরণ যে
চিরসত্য অগ্নি দিলে জ্বেলে।
এখন আমি তোমার মাঝেই
আপন আমার খুঁজে ফিরি নিতি
তোমার মাঝে ভাসাই আমার ডিঙি
আঁচল ছাঁয়ায় জীবন বিষাদ ঢাকি
নিজের মাঝে নিত্য যে তোমার হয়ে বাঁচি।
(আসরের কবি হাসান ইমতির আবিষ্কৃত অবরোহী পিরামিড গঠনে লেখার চেষ্টা করলাম।তবে প্রতি লাইনের ক্রম সংখ্যা ও বর্ণ সংখ্যা এক রাখতে গিয়ে কিছু সমস্যায় পরলাম।দেখা যায় পরের লাইনের বর্ণ একটি বেশি হলেও তা আগের লাইন থেকে মাঝে মাঝে ছোট হয়ে যায়।কেননা ইটের মত বাংলা বর্ণ সব এক আকৃতির নয়।তাই মাঝে কিছু বাড়তি স্পেস দিতে হল।টাইপ করার আগে খাতায় লিখে বুঝিনি এ সমস্যা হবে।আরও ভাবতে হবে এ ধরনের পিরামিডিয় কবিতা নিয়ে।ইমতি ভাই এর সাহায্য চাই এ ব্যাপারে।আর কবিতা লিখতে গিয়ে বুঝলাম এ জাতীয় লেখা সহজ কাজ নয়।মাথা খুব খাটাতে হয়।হাসান ইমতি ভাই এর অনুরোধে এটা আমার প্রচেষ্টা মাত্র।কবিতা হয়তো তেমন হয়নি।আপনারাও এগিয়ে আসুন।দেখি ইমতি ভাই এর সাথে সাথে আমরাও এ জাতীয় কবিতার জন্য কিছু করতে পারি কিনা।আমার প্রথম পিরামিডিয় কবিতা ইমতি ভাইকেই উৎসর্গ করলাম।কেমন লাগলো সবাই জানাবেন আশা করি।)