নিউক্লিয়াস হবে?
আমি ইলেকট্রন হয়ে সারাক্ষণ তোমায় ঘিরে রাখব
তারপর একদিন নীল্স বোর আর
রাদারফোর্ডের সকল তথ্যকে ভুল প্রমাণিত করে
একদিন ঠিক তোমার ভেতরে গিয়ে বাসা বাধবো।
পৃথিবীবাসী আবারও জানবে ভালবাসা সব পারে।
(গতকাল যাবত জ্বরে ভোগছি।তাই সবার পাতায় যাওয়া হচ্ছেনা।সে জন্য দুঃখিত। টাইপ করার মত ধৈর্য্য নেই বলে অনেক আগের লেখা এই ছোট কবিতাটি দিলাম।ধন্যবাদ সবাইকে।)