কতটা নিঃশ্বাস বেরিয়ে গেছে
আর কতটা নিঃশ্বাস সঞ্চিত আছে বুকের ভেতর
হিসেব ঠিক জানা নেই
আর কতটা নিঃশ্বাস পরিমান বেঁচে রব
সে কথারও উত্তর দিতে পারি না।
তবে এতটুকু বুঝতে পারি
প্রতিটি শ্বাস গ্রহণের মধ্য দিয়ে হয়তো
তিলে তিলে মৃত্যুকে গ্রহণ করছি
আর একেকটি শ্বাস বের করার মাধ্যমে
নিজেকে বের করে দিচ্ছি দেহের বাইরে।
এভাবে একদিন যখন সব নিঃশ্বাস খরচ করে
আমি নিঃশ্বাসহীন হয়ে পড়ব
তখন পুরোপুরি বেরিয়ে যাব দেহ থেকে
মৃত্যু এসে ভেতরে বাসা বাধবে
সবাই আমাকে মৃত বলে জানবে।
যারা নিঃশ্বাস নেয় তখন তাদের সাথে
আর যোগাযোগ থাকবে না
যাদের নিঃশ্বাস ফুরিয়ে গেছে
তাদের সাথে শুরু হবে নতুন পথ চলা।
(দুর্ভিক্ষের কাক:বইমেলা)