আমি আজ খুঁজি শুধু জীবনের নুড়ি
পথে পথে তাই এই অকারন ঘুরাঘুরি
কবে কখন ছেড়েছি ঘর মুক্তির প্রত্যাশে
চির বেভুল বসে আছি নরম করুণ ঘাসে
তিক্ত বাসি সময়ের কাছে নিয়েছি রঙিন ছুটি
বনমোরগের মাথায় যেমন রক্ত কাঁপন ঝুঁটি।
লাভ কি হবে পাহাড় চূড়ায় ক্লান্ত শরীর নিয়ে
শান্ত মনে হাঁটব একা নদীর কিনার দিয়ে
ঘষব চোখে কঁচি সবুজ আগুন
ঝরা পাতায় ঝরবে অঝর ফাগুন
কি সুখ আছে মিথ্যে বাঁচায় বেঁচে
দু'হাত দিয়ে অকূল সাগর সেঁচে।
পান্তা ভাতে শুকনো মরিচ এইতো আছি ভালো
তোমরা না হয় পাথর ঘরে নিয়ন বাতি জ্বালো
সাগর তটে আঁকা পটে খুশির তারা জাগে
করছি খেলা ঢেউয়ের দোলায় চিহ্ন মুছার আগে।