ভালবাসতে বাসতে যদি ফতুর হয়ে যেতে পারতুম
যদি আমি তোমার জন্য হতাম এক টুংটাং গীটার
তোমারই জন্য হত যদি কেবল আমার বাঁচা
তবে আমি সকল কাজে দিতাম ছুটির তালা।
যদি আমি জড়িয়ে তোমায় কেঁদে কেঁদে ব্যাকুল হতে পারতুম
আমার মৃত্যু যদি পেত তোমার হাতের গোলাপ
যদি আমি তোমাকে পেতুম
আমারও ঈশ্বর আছে তবে আমি নিশ্চয় করতাম বিশ্বাস।