তোমাকে ভালবাসার আগে
বহুবার মরেছি আমি অনুতাপে
বিপুল বিষ্ময়ে করেছি খেলা কাঞ্চন নগরে
ক্লেদহীন পথে খালি পায়ে করেছি হাঁটাহাঁটি
দূরবর্তী উদাস বিকেলে।
কেউ কেউ ভিন্নতা বুঝে
কারও বা বালুচর মন
তবু কিছু থাকে কাঁচা জলে রঙ ,
সে সব অহেতুক জাগে ম্যূহমান এপিটাফে।
আমাদের হলুদ দু চোখ
জলীয় মস্তক খুলির ভেতর
চন্দ্রশোকে মাতাল পূর্ণিমা রাত,
ভালবাসা আসে তবু প্রেমহীন বুকে
শেকড় কাটা বৃক্ষে পাখি বাসা বাঁধে ভুল।
এক প্যাগ বিষাদের দামে পাওয়া যায় নীলাভ অনল
আকন্ঠ করেছি পান অগ্নি পিপাসে।
তোমাকে ভালবাসার আগে আমি প্রেমিক ছিলাম।