তুমি মিথ্যেবাদী ত্রি অক্ষরিণী
বলেছিলে সময়ের সাথে সাথে
একদিন আমি ভুলতে পারব তোমায়
চারটি বছর কেঁটে গেল তুমিহীনতার মুহুর্মুহু ব্যথায়
ভুলাতো হলনা আজও কিছুই।
বলেছিলে "তুমি কি মনে কর চিরকাল থাকবে এমনই?"
"একদিন ঠিক মুছে যাবে আমার মুখ
তোমার মন থেকে"
বলেছিলাম"পায়ে পড়ি দয়া কর"
তুমি বলেছিলে "পা ছুঁয়ে এত ছোট তুমি কেন হও"।
তুমি কি জাননা তবে প্রিয়ার সমস্ত শরীরই
প্রেমিকের কাছে পবিত্র কাবা এক
বলেছিলে আমি নাকি চেষ্টাই করছিনা নিজেকে সরাতে
ইচ্ছে করলেই নাকি পারব সব।
না লিখে কোন চিঠি
না শুনে তোমার কন্ঠস্বর
না দেখে তোমার সে পত্রাবরণ মুখ
চারটি বছর ধরে আমি আছি কোনরকম ভাবে বেঁচে
একাকী বিষাদের বিষন্ন দ্বীপে,
তবু কি বলবে তুমি আমি চেষ্টা করিনি কোন
তবু কি বলবে আমি পারব আরও কোনদিন!
সে ছিল হয়তো আমাকে ভালবাসা না দেবার কৌশল তোমার
আমাকে বিচ্ছেদের তীরে ভিড়ানোর তোমার চতুর অভিসন্ধি।
তবু আজ কেন যেন মনে হয়
ক্রমেই তুমিও ভালবেসে ফেলছো আমায়
নিয়তির অমোঘ নিয়মে
শাস্তি ভোগের নির্মম প্রাকৃতিকতায়।
তুমি মিথ্যেবাদী ত্রি অক্ষরিণী
বলেছিলে একদিন সব মেঘ কেঁটে যাবে
আমি ফিরে পাব তুষ্ট হৃদয়
কই হল না আজও তো কিছুই
কবে আর তুমি সত্যবাদী হবে হে "সত্যবাদিনী"
আজও তো আমি তোমাকে না পাওয়ার চাপা আগুনে নিত্য দগ্ধ হই।