দিনে কমপক্ষে 15/20 বার আসছি এই সাইটে।যত ক্ষন জেগে থাকি প্রতি ঘন্টায় অন্তত একবার আসতেই হয় পাঁচ মিনিটের জন্য হলেও।কিন্তু আমার সাম্প্রতিক কর্মকান্ডে এই লগ ইন তথ্য থাকেনা।কারন আমি লগ ইন করা পেজটা সেভ (save) করে রাখি।আর সেটাই চালাই মাসের পর মাস।বেচারা ওয়েব সাইট জানেই না গোপনে তাকে আমি কত ভালবাসছি।আমাকে সে বলছে এই সপ্তাহে আমি লগ ইন করেছি ০ বার।হা হা হা।আর সে জন্য মার্কস ও দিচ্ছে শূন্য।বেশ মজা এই কম মার্ক পাওয়াতে।সে জন্য সেরা কবির তালিকায় আমার আসার সম্ভাবনাও নেই কোন।লগ ইন দিয়ে কখনও সেরা কবির বিচার হয় এর আগে কখনও শুনিনি।তবে খুব মজা পাচ্ছি ওয়েব সাইট আমার গোপন প্রেম টের পাচ্ছেনা বলে।আর এভাবে গোপনেই তাকে আমি ভালবাসতে চাই।কেননা তার দেয়া নম্বর পত্রকে আমি ভালবাসার মাপকাঠি মনে করি না।
আলোচনাটি ১০৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৩/০৬/২০১৪, ১৪:৩৪ মি: