আমার বুকে রক্ত দেখে তুমি বলেছিলে
কি দারুন রঙ!
লালের তীব্রতায় হয়েছিলে মুগ্ধ আগুন
আমি হেসেছিলাম।
বলেছিলাম দেখবে কি আরও?
কেবল তোমারই জন্য তো আমি হয়ে আছি রক্তাভ টলমল।
আমার চোখে জল দেখে বলেছিলে
বর্ষা তোমার প্রিয় ঋতু
ভিজিয়ে দিয়েছিলাম তাই তোমার বাতায়ন
বলেছিলাম যদি আরও চাও আনবো প্লাবন
কেবল তোমারই জন্য তো আমি চোখেতে পুষেছি বরফ শীতল।
আমার দুখের জীবনে তুমি শিল্প খুঁজে বেড়ালে প্রিয়তমা
কবি বলে দিলে অপবাদ
আমি অভিশাপ দিচ্ছি অভিশাপ বিলাসিনী
দেখে নিও,
একদিন তুমি আমায় ঠিক ভালবেসে ফেলবে।
সেদিন আমায় ডাকার মত কন্ঠ থাকবে তো?