বাবার সাথে দাওয়াত খেতে যাবে বাচ্চা ব্যাঙ
তাইতো তার রঙিন কোট,হলুদ দুটি ঠ্যাঙ
যেতে যেতে শিখছে সে মাইনাস মাইনাস প্লাস
দুই চোখে তার আঁটা আছে কালো সানগ্লাস।
কানের ঝুলে রিং পড়েছে
বাবুয়ানা বেশ ধরেছে
হাতে তার ঘড়ি আছে
হেডফোনটাও কানের কাছে
পে পো জুতা পড়েছে সে ছোট্ট দুটি পায়
গোলাপ গন্ধ সেন্ট মেখেছে কোমল সারা গায়।
মাথায় লাল ক্যাপ যে তার
গলায় পড়া মোতির হার
ধিন তা ধিন তালে তালে নাঁচে ঘুরে ঘুরে
আজকে খাবে কোরমা পোলাও পেটের থলে পুরে।
8:56 pm
30/5/14