ঈশ্বরের কোন দু:খ বোধ নেই
তিনি সদানন্দী,সদা প্রফুল্ল
অতএব দু:খ বলে কিছু থাকবার কথা নয়
যা ঈশ্বর বুঝতে পারেন না
নি:সন্দেহে তা অস্তিত্বহীন
কোন কিছুই তার অগোচরে নয়।
সত্যি কথা কি
মানুষ দু:খ ছাড়া বাঁচবে না
যার যত দু:খ সেই তত জীবনমুখী
পৃথিবীতে বিপরীতার্থক কিছু নেই
কেবল একটি আরেকটির না থাকার অবস্থারত।
যে সুখটাকে ছুঁতে পারি তার নাম হয়েছে দু:খ
যে দু:খটাকে ছুঁতে পারিনা তার নাম হয়েছে সুখ
সুখ আর দু:খ একে অপরের বিপরীত নয়
প্রতিচ্ছবি হতে পারে মাত্র।
কোথাও দু:খ বলে কিছু নেই
সব কৃত্রিম,সব ভ্রান্ত।