মাগো ঐ আকাশটা ছিল নাকি ছিল মাথার 'পরে
এক কুঁজো বুড়ির ঝাঁটার গুতোয় গেল দূরে সরে
কেন মাগো তুই বাধা দিলি না
বুড়ির হাতের ঝাঁটা কেন কেড়ে নিলি না
থাকতো যদি আজও সে কাছে ঘূর্ণি মায়ার জাল
দুহাত দিয়ে টিপে দিতাম চাঁদ তারাদের গাল।
রামধনুর ঐ সাত রঙ লুটে নিয়ে
দিতাম আমার পুতুলমনির বিয়ে
মেঘের কালো কাঁজল হত আমার কালো চোখে
তোকে নিয়ে ঘুরতে যেতাম নীলাচলের সুখে
মাগো আমার ভাল মাগো,ত্বরা করে ঐ আকাশ এনে দেনা
না হয় আজই হতে আমাকে তোর লক্ষ্ণী ডাকা মানা।
11:28 am
29/5/14