বেশির ভাগ সিনেমা ও নাটকের ঘটনা প্রবাহ সুন্দর হয়
অজস্র রক্ত ঝরিয়ে একদিন শ্রমিক তার অধিকার ফিরে পায়
একশ রাত্রি মাড়িয়ে পথিক পেয়ে যায় এক সোনালি সকাল
ঠ্যাংহীন জলিল বেঁচে থাকার স্বপ্ন দেখে
ধর্ষিতা আমেনা ন্যায্য বিচার পায়
নায়কের কাছে দুর্বৃত্তরা পরাজিত হয়
রাজপুত্র জয় করে নেয় রাজ কুমারীকে
রাজা ফিরে পায় তার হারানো সিংহাসন।
সিনেমা ও নাটকের সাথে জীবনের এই এক অমিল
এখানে শ্রমিক চিরদিনই নির্যাতিত হয়
পথিক চিরদিনই পথ ভ্রষ্ট হয়
ঠ্যাংহীন জলিল অনাহারে মরে
ধর্ষিতা আমেনা সংবাদপত্রের ইন্টারেস্টিং নিউজ হয়
দুর্বৃত্তের হাতে অমানবিক মৃত্যু হয় নায়কের
ভালবাসা হারালে চিরতরে হারায়।
বেশির ভাগ সিনেমা ও নাটকের কাহিনীগুলো গ্রহন যোগ্য
কারন সেখানে ঈশ্বরের হস্তক্ষেপ থাকে না।